প্রকাশ | ১৮ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সং পেইলান চীনের গুইঝু প্রদেশে বেড়ে উঠেছেন। সেখানে নৃতাত্তি¡ক গোষ্ঠীর বাস। ফলে ছোটবেলা থেকেই নানা রকম পুরাকাহিনী শুনে শুনে বড় হয়েছেন তিনি। তাই তার কল্পনার জগৎ ছিল এসব কাহিনীকেন্দ্রিক। স্বপ্ন দেখেছেন গল্পে শোনা সেই সব কাহিনীর দালান-কোঠাকে বাস্তবে রূপ দেয়ার। তাই গবেষণা চালাতে থাকেন নিজের মতো করে। একদিন ঠিকই খেঁাজ পান বিশাল এক জায়গার, যেটা মানচিত্রে স্থান পায়নি। ২১ বছরের সাধনায় গড়ে তোলেন এই পাথরের দুগর্। স্থানীয় এই ভাস্কর মনে করেন, তার কাজ এখনো শেষ হয়নি। ভবিষ্যৎ প্রজন্ম তার এই স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যাবে Ñসিজিটিএন