দিল্লির কাছে ভবন ধসে নিহত ৩

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ধসে পড়া সেই ভবন
ভারতের রাজধানী দিল্লির কাছে গ্রেটার নয়ডায় নিমার্ণাধীন ছয়তলা একটি ভবন ধসে অপর একটি চারতলা ভবনের ওপর পড়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ ঘটনায় শিশুসহ এক ডজনেরও বেশি লোক ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাতেই ভারতের জাতীয় বিপযর্য় মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় নিমার্ণাধীন ওই স্থাপনার মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দমকলের প্রধান কমর্কতার্ অরুণ কুমার সিং জানিয়েছেন, ঘটনার সময় নিমার্ণাধীন ভবনটিতে অন্তত ১২ জন শ্রমিক ছিলেন এবং তারা সবাই আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংসস্তূপের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কিনা, তা নিশ্চিত হতে এনডিআরএফ প্রশিক্ষিত কুকুর, সেন্সর ও ক্যামেরা ব্যবহার করছে। ক্রেন দিয়ে ধসে পড়া ভবনের অংশ সরিয়ে নেয়া হচ্ছে। শাহ বেরি গ্রামের চারতলা ওই ভবনটিতে ১৮টি পরিবার বসবাস করত। সংবাদসূত্র : এনডিটিভি, ইনডিয়ান এক্সপ্রেস