মিয়ানমার-মিজোরাম সীমান্ত ক্রসিং দখলে নিল বিদ্রোহীরা

প্রকাশ | ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে দুই দিনের যুদ্ধ শেষে মিয়ানমার ও ভারতের মিজোরাম রাজ্যের একটি সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে জান্তাবিরোধী তিন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। সীমান্তপথটির অবস্থান মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চিনে। সংবাদসূত্র : রয়টার্স যে তিন বিদ্রোহী গোষ্ঠী সীমান্তপথটি দখল করেছে, সেগুলো হলো- চিনল্যান্ড ডিফেন্স ফোর্স (সিডিএফ), পিপলস ডেমোক্রেটিক ফোর্স (পিডিএফ) এবং চিন ন্যাশনাল আর্মি (সিএনএ)। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সিডিএফ বলেছে, শনি ও রোববার সেনা বাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে যুদ্ধ শেষে এই সীমান্ত পথটির দখল নেওয়া সম্ভব হয়েছে। সীমান্তপথটিতে নিজেদের পতাকা টাঙিয়েছে বিদ্রোহী সিডিএফ। মিজোরামের সঙ্গে চিনের অবশ্য এটাই একমাত্র সীমান্তপথ নয়, তবে এই পথটি গুরুত্বপূর্ণ। শনিবার লড়াই শুরুর পর জীবন বাঁচাতে মিজোরামে পালিয়ে গিয়েছিলেন সীমান্তবর্তী বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। সোমবার বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিজয় নিশ্চিত হওয়ার পর তাদের অধিকাংশ ফিরেও এসেছেন। তবে সেদিন সীমান্ত পেরিয়ে মিজোরাম পালিয়ে যান মিয়ানমার সেনাবাহিনীর অন্তত ৪৩ জন সদস্য।