কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার সিইও বরখাস্ত

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
স্যাম আল্টম্যান
কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা 'ওপেনএআই'-এর সিইও স্যাম আল্টম্যানকে বরখাস্ত করা হয়েছে। চ্যাটজিপিটি, ড্যাল-ই ৩, জিপিটি-৪ এর মতো বিশ্বখ্যাত চ্যাটবটগুলোর উদ্ভাবক হলো এই ওপেনএআই। বরখাস্ত হওয়ায় ওপেনএআইয়ের 'বোর্ড অব ডিরেক্টরস'র পদও ছাড়তে হবে স্যাম আল্টম্যানকে। ওপেনএআই তাদের অফিসিয়াল বস্নগে একটি পোস্টে জানিয়েছে, 'প্রতিষ্ঠানের বোর্ডের সুচিন্তিত পর্যালোচনার পর' অ্যাল্টম্যানকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পোস্টে আরও জানানো হয়, 'বোর্ডের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অ্যাল্টম্যান অকপট ছিলেন না। এর মাধ্যমে প্রতিষ্ঠানের যে দায়িত্ব আছে, সেটি বাধাগ্রস্ত হচ্ছিল।' এতে আরও বলা হয়েছে, 'ওপেনএআইকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অ্যাল্টম্যানের ওপর বোর্ডের আর কোনো ভরসা নেই।' বরখাস্ত হওয়ার পর অ্যাল্টম্যান মাইক্রো বস্নগিং সাইট 'এক্সে' লিখেছেন, 'ওপেনএআইয়ের সঙ্গে থাকা সময়গুলোকে আমি ভালোবাসি। এটি আমার জন্য ব্যক্তিগতভাবে যুগান্তকারী ছিল। আশা করি, বিশ্বের জন্যও কিছুটা ছিল। এ ধরনের মেধাবী মানুষের সঙ্গে কাজ করার বিষয়টিকে খুবই পছন্দ করেছি। পরে কী হবে, এ ব্যাপারে অনেক কিছু বলার আছে।' ওপেনএআইয়ে নেতৃত্বে হঠাৎ এ নাটকীয় পরিবর্তনের মাধ্যমে দেখা যাবে গ্রেগ ব্রোকম্যান; যিনি ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি বোর্ডের চেয়ারম্যানের পদ ছাড়বেন। তবে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে তার পদ বহাল থাকবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা আগামী কয়েকদিনের মধ্যে নতুন স্থায়ী সিইও খোঁজার কাজ শুরু করে দেবে। সিইওর পদ হারানো স্যাম অ্যাল্টম্যান ওপেনএআইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সহ-প্রতিষ্ঠা ছিলেন। সংবাদসূত্র : বিবিসি