ক্রাইস্টাচার্চে সন্ত্রাস

সংগৃহীত তহবিল নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে সেই 'ডিম বালক'

মুসলমানরা সন্ত্রাসী নয় এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই:কনোলি

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
উইল কনোলি
নিজের জন্য সংগৃহীত তহবিল নিয়ে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার সেই 'ডিম বালক' (এগবয়)। উইল কনোলি নামের ১৭ বছরের ওই কিশোর ঘোষণা দিয়েছে, তার জন্য সংগৃহীত তহবিলের বেশির ভাগই সে নিউজিল্যান্ডের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের দান করে দেবে। সংবাদসূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড ২০১৯ সালের ১৫ মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী, নিউজিল্যান্ডের দুই মসজিদে গুলি করে ৫০ মুসলিস্নকে হত্যা করেন উগ্র মুসলিমবিদ্বেষী অস্ট্রেলীয় নাগরিক ব্রেনটন ট্যারেন্ট। পরে এ হত্যাযজ্ঞের জন্য উল্টো মুসলমানদেরই দায়ী করেন অস্ট্রেলীয় সিনেটর ফ্রেজার অ্যানিং। তার দাবি, মুসলমানরা নিউজিল্যান্ডে প্রবেশের সুযোগ পেয়েছে বলেই সেখানে সহিংসতার ঘটনা ঘটেছে। হামলার পরদিন ১৬ মার্চ এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অ্যানিং। সেখানেই তার মাথায় ডিম ছুড়ে মারে ১৭ বছরের উইল কনোলি। এতে ক্ষুব্ধ সিনেটর ঘুরে দাঁড়িয়ে তাৎক্ষণিক কিশোরটিকে আঘাত করতে থাকেন। অন্তত একটি চড় কিশোরটির মাথায় লাগে। পরে উইল কনোলিকে গ্রেপ্তার করা হয়। সিনেটরের মার খেয়ে গ্রেপ্তার হলেও ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দুনিয়াজুড়ে 'হিরো'র (নায়ক) তকমা পায় উইল কনোলি। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে মুক্ত করতে অনলাইনে তহবিল সংগ্রহের উদ্যোগ নেয়া হয়। ক্রাউডফান্ডিং সাইট 'গো ফান্ড মি'র মাধ্যমে দুই হাজার ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এরই মধ্যে সেখানে প্রায় ৪২ হাজার ডলার জমা পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩৫ লাখ টাকার মতো। এরই মধ্যে অনলাইনে এই তহবিল সংগ্রহের উদ্যোক্তাকে উইল কনোলি জানিয়ে দিয়েছে, এই অর্থের বড় অংশটি ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের দিয়ে দিতে সে অঙ্গীকারাবদ্ধ। কোনো অভিযোগ গঠন ছাড়াই অবশ্য শেষ পর্যন্ত মুক্তি পায় উইল কনোলি। মুক্তির পর টুইটারে দেয়া এক ভিডিও বার্তায় সে জানায়, 'রাজনীতিকদের ডিম মারবেন না। এতে আপনাকে ৩০ জন বোগোন্সকে (নিম্ন শ্রেণির লোক) মোকাবেলা করতে হবে। আমার কঠিন শিক্ষা হয়ে গেছে।' '৩০ জন নিম্ন শ্রেণির লোক' বলতে প্রকৃতপক্ষে উইল কনোলি সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের নিরাপত্তারক্ষীদের ব্যঙ্গাত্মকভাবে সম্বোধন করেছে। টুইটারে দেয়া পোস্টে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছে উইল কনোলি। সে জানায়, 'একজন মানুষ হিসেবে ওই মুহূর্তটিতে আমি গর্ববোধ করেছি। আপনাদের বলতে চাই, মুসলমানরা সন্ত্রাসী নয় এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। মুসলমানদের যারা সন্ত্রাসী সম্প্রদায় মনে করে, তাদের মাথা অ্যানিংয়ের মতোই শূন্য।' এদিকে বর্ণবাদী সিনেটরের মাথায় ডিম ছুড়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তারকা বনে গেছে উইল কনোলি। ওই ঘটনার পর ইনস্টাগ্রাম ও টুইটারে তার ফলোয়ার সংখ্যা হু হু করে বাড়তে শুরু করেছে। এরই মধ্যেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে।