ভেনেজুয়েলা নিয়ে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে ইতালির রাজধানী রোমে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আজকের এই বৈঠকে অংশ নিচ্ছেন দুই দেশের কূটনীতিকরা। নির্বাচনে কারচুপির অভিযোগ, আর অর্থনৈতিক সংকট ভেনেজুয়েলার জনগণকে তাড়িত করেছে সরকারবিরোধী বিক্ষোভে। বিক্ষোভের সুযোগে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্র্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। এরপরই তাকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রসহ ৫০টিরও বেশি দেশ। এরপর দুই পক্ষের পাল্টাপাল্টি শোডাউনের মধ্যেই গত ৮ মার্চ বিদু্যৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভেনেজুয়েলার অর্ধেকেরও বেশি এলাকা। দেশটির ২৩টির মধ্যে ১৮টি রাজ্যেই অন্ধকারে কাটাতে হচ্ছে বাসিন্দাদের। কর্তৃপক্ষের অভিযোগ, সরকারবিরোধীরা এই বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এর মধ্যেই ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাইক পম্পেও বলেন, রাশিয়া ও কিউবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন দিয়ে দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি করছে। সংবাদসূত্র : রয়টার্স