আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন

ইউক্রেনে সামরিক তহবিলের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট

ইসরাইলও বাদ

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন করে ছয় হাজার কোটি ডলার সরবরাহ সংক্রান্ত একটি প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। এই প্রস্তাব পাস করার জন্য সিনেটে ৬০ ভোটের দরকার ছিল। কিন্তু প্রস্তাবের পক্ষে পড়ে ৪৯? ভোট এবং বিপক্ষে পড়ে ৫১ ভোট। প্রস্তাবের বিরুদ্ধে বিরোধী রিপাবলিকান দল ভোট দিয়েছে। এর পাশাপাশি ভারমন্ট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী বার্নি স্যান্ডার্সও প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন। নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের নেতা চাক শুমারও 'না' ভোট দিয়েছেন, যাতে তিনি আবার পরবর্তী তারিখে বিলটি সিনেটে তুলতে পারেন। সংবাদসূত্র : রয়টার্স, পার্স টুডে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা কিয়েভকে ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ সহায়তা পাঠিয়েছে। এরপরও মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন মঙ্গলবার বলেছেন, বাড়তি তহবিল ছাড়া ইউক্রেন পরাজিত হবে এবং এটা হবে সম্পূর্ণরূপে ওয়াশিংটনের ভুলের জন্য। এই প্যাকেজে ইসরাইলকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ারও কথা ছিল। কিন্তু সিনেটর বার্নি স্যান্ডার্স (যিনি মূলত ডেমোক্রেটদের পক্ষে থাকেন) অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের হামলার মধ্যে প্যাকেজের অতিরিক্ত তহবিলে রিপাবলিকানদের বিরোধিতায় যোগ দেন। স্যান্ডার্স অতিরিক্ত সহায়তার বিরোধিতা করে বলেছেন, 'প্যাকেজের বিরুদ্ধে ভোট দিয়েছি, কারণ আমি বিশ্বাস করি না যে, নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অমানবিক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত ১০.১ বিলিয়ন ডলার দেওয়া উচিত।' তিনি এক বিবৃতিতে বলেন, '৭ অক্টোবর তাদের ওপর হামলাকারী হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ইসরাইলের। কিন্তু হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশুদের হত্যা করার আইনগত বা নৈতিক অধিকার তাদের নেই।' বাইডেনের অনুরোধেও কাজ হয়নি দিনের প্রথম ভাগে প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটকে বিলটি অনুমোদনের জন্য অনুরোধ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, রিপাবলিকানরা 'যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে আক্ষরিক অর্থে হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য করতে চায়।' তিনি বলেন, রিপাবলিকানরা প্রকৃতপক্ষে কিয়েভের জন্য তহবিলকে সীমান্ত নীতির মধ্যে 'জিম্মি' রাখতে চায়। হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্ট বাইডেন বলেন, পুতিন যদি ইউক্রেনকে পরাজিত করেন, তাহলে সেটি সেখানেই শেষ হয়ে যাবে না, মস্কো পাশের ন্যাটো রাষ্ট্রগুলোর ওপর আক্রমণ চালাবে। আমেরিকা আইনত তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতে বাধ্য। বাইডেন বলেন, 'ন্যাটো যদি আক্রান্ত হয়, আমাদের আমেরিকান সেনারা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে লড়বে। আমরা পুতিনকে জিততে দেব না।' বাইডেন জোর দিয়ে বলেন এই নতুন সহায়তায়, ইউক্রেনের জন্য এই নিরাপত্তা সহায়তা হচ্ছে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য 'স্মার্ট' বিনিয়োগ। এটি ওই অঞ্চলে বড় রকমের যুদ্ধ প্রতিহত করতে সহায়তা করবে এবং অন্যত্রও সম্ভাব্য আগ্রাসনকে প্রতিহত করবে। তারপরও তার অনুরোধে সাড়া দেয়নি কংগ্রেস। সিনেটও বাইডেনের প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।