লোকসভা ভোটে লড়ছেন না মায়াবতী

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে লড়বেন না বলে জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত, তা অবশ্য খোলসা করেননি প্রভাবশালী এই নেত্রী। তবে নিজে না লড়লেও, দলীয় প্রার্থী এবং জোটসঙ্গী সমাজবাদী প্রার্থীর হয়ে প্রচার চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ বুধবার লখনৌতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মায়াবতী। সেখানেই নিজের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 'চাইলেই লোকসভা নির্বাচনে জিততে পারি আমি। তবে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে দলের অবস্থান বেশ মজবুত। তাই না লড়ার সিদ্ধান্ত নিয়েছি। দল আমার সিদ্ধান্তকে সম্মান জানাবে বলে নিশ্চিত আমি। পরে প্রয়োজন পড়লে যেকোনো আসন খালি করে ভোটে দাঁড়াতে পারি।' এ দিন সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিজেপিকে হারাতে আরএলডি ও এসপির সঙ্গে শক্তিশালী জোট গড়েছেন তারা। তাদের কাছে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ হলো, বেশি করে আসন জেতা। তার একটি আসনে জেতা নিয়ে কিছু এসে যায় না। তিনি আন্দোলনের স্বার্থে এর আগে রাজ্যসভায়ও পদত্যাগ করেছেন? আগামী ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট ৭ দফায় ভারতের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন। যার মধ্যে উত্তর প্রদেশেই ৮০টি আসনে নির্বাচন।