বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে দ্বিতীয় ফৌজদারি মামলা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে নতুন একটি ফৌজদারি মামলা করেছে দেশটির বিচার বিভাগ। বৃহস্পতিবার দায়ের করা এই মামলায় বলা হয়েছে, হান্টার বিলাসবহুল জীবনযাপনের পেছন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করার সময় ১৪ লাখ ডলার কর পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। সংবাদসূত্র : রয়টার্স লস অ্যাঞ্জেলস শহরের ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট, সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেনের (৫৩) বিরুদ্ধে কর ফাঁকির তিনটি গুরুতর অপরাধ ও ছয়টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে এসব অপরাধ করেছেন তিনি। অভিযোগগুলোতে দোষী সাব্যস্ত হলে হান্টারের সর্বোচ্চ ১৭ বছর কারাদন্ড হতে পারে। আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে, হান্টারের বিষয়ে তদন্ত চলমান আছে। অভিযোগে আরও বলা হয়েছে, কর দেওয়ার বদলে তিনি 'মাদক, কলগার্ল ও বন্ধবীদের পেছনে এবং বিলাসবহুল হোটেল, ভাড়া বাড়ি, সুপার কার, দামি পোশাক ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রী কেনায়' বিপুল অর্থ ব্যয় করেন। তার মাদকাসক্তি ছাড়াতে পুনর্বাসনের জন্য ৭০ হাজার ডলারেরও বেশি খরচ হয়। মামলার বিষয়ে হোয়াইট হাউজ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।