গাজা যুদ্ধ শেষ হবে হামাসের আত্মসমর্পণের মাধ্যমে : ইসরাইল

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
ইসরাইল বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের আত্মসমর্পণের মাধ্যমেই গাজায় চলমান যুদ্ধ শেষ হবে। ইসরাইলি প্রধানমন্ত্রীর মুখপাত্র ওফির গেন্ডেলম্যান সাংবাদিকদের বলেন, 'হামাস নেতারা ইসরাইলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে এবং বন্দিদের ফিরিয়ে দিতে হবে।' সংবাদসূত্র : আনাদলু নিউজ ইসরাইলি এই মুখপাত্র বলেন, তাদের সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় অগ্রসর হচ্ছে। তার দাবি, 'আমাদের বাহিনী (গাজার হামাস নেতা) ইয়াহিয়া সিনওয়ারের (খান ইউনিসের) বাড়ি ঘেরাও করেছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করা।' ওফির গেন্ডেলম্যান গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আহ্বানও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, 'এখন যুদ্ধবিরতির এই আহ্বান গাজায় হামাসকে ক্ষমতায় রাখার আহ্বানের সমতুল্য। আমরা এটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি।' উলেস্নখ্য, গত ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় ১৭ হাজারের বেশি সাধারণ মানুষ নিহত, হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।