ইতালিতে স্কুল শিক্ষার্থী ভর্তি বাসে চালকের আগুন

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইতালিতে ৫১ স্কুল শিক্ষার্থীসহ একটি বাস ছিনতাই করে শিশুদের ভেতরে রেখেই তাতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে পুলিশ বাসটির চালককে গ্রেপ্তার করেছে। আগুনের মধ্যেই বাসের পেছনের জানালা ভেঙে বেঁধে রাখা কয়েকটি শিশুসহ শিক্ষার্থীদের উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউই গুরুতর আহত হয়নি। তবে ধোঁয়ায় ১৪ জনের শ্বাসনালিতে সামান্য সমস্যা হয়েছে। সংবাদসূত্র : বিবিসি এ ঘটনায় সেনেগাল বংশোদ্ভূত ৪৭ বছর বয়সী ইতালিয়ান চালককে প্রেপ্তার করেছে পুলিশ। 'কেউ বাঁচতে পারবে না'- আগুন ধরিয়ে দেয়ার পর বাসচালক এমনটা বলেছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। শিশুদের বেঁচে যাওয়ার এ ঘটনাকে 'অলৌকিক' অ্যাখ্যা দিয়েছেন মিলানের প্রধান কৌঁসুলি ফ্রান্সেসকো গ্রেকো। তিনি বলেন, 'এটা অলৌকিক কিছু ছিল, এটা হতে পারতো ভয়াবহ এক হত্যাকান্ড। আটক বাসচালকের নাম অউসেনৌ সি। ইতালির অভিবাসন নীতি ও ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃতু্যর ঘটনায় ৪৭ বছর বয়সী এ চালক ক্ষুব্ধ ছিলেন বলে বাসটিতে থাকা এক শিক্ষক জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, চালক চিৎকার করে বলছিলেন- 'সমুদ্রে মৃতু্য থামাও, আমি একটি গণহত্যা চালাব।'