সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বুতেফলিকার পদত্যাগ নতুন নির্বাচনের পর যাযাদি ডেস্ক নির্বাচনের পর নতুন সংবিধান অনুমোদন হলে পদত্যাগ করবেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদুল আজিজ বুতেফলিকা। তিনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী রামতানে লামামরা বুধবার একথা জানিয়েছেন। বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'চলমান পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার জন্য প্রেসিডেন্ট বুতেফলিকা গত ১১ মার্চ যে পরিকল্পনা দিয়েছেন, তাতে নতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে প্রেসিডেন্ট প্রতিশ্রম্নতি ব্যক্ত করেছেন। সম্মিলিত স্বাধীন জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলা হয়েছে।' সম্প্রতি, আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। ২০ বছর ক্ষমতায় থাকা বুতেফলিকাকে জনগণ আর প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না। তাদের আন্দোলন ও দাবির মুখে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিতে বাধ্য হয়েছেন বুতেফলিকা। সংবাদসূত্র : পার্স টুডে, এএফপি সিআরপিএফের তিনজন নিহত সহকর্মীর গুলিতে যাযাদি ডেস্ক ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে আধাসামরিক বাহিনীর একটি ক্যাম্পে এক সহকর্মীর গুলিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের (সিআরপিএফ) তিন জওয়ান নিহত হয়েছেন। বুধবার রাতে রাজ্যের উধমপুরের একটি ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। তিন সহকর্মীকে গুলি করে হত্যার পর গুলিবর্ষণকারী জওয়ান নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে। সংকটজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই সিআরপিএফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পটিতে যান। সিআরপিএফের ১৮৭তম ব্যাটেলিয়নের কমানড্যান্ট হারিন্দার কুমার বলেছেন, 'তিন জওয়ান নিহত হয়েছেন এবং যে তাদের গুলি করেছে সে গুরুতর আহত হয়েছে।' ওই ক্যাম্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০টার দিকে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে কনস্টেবল অজিত কুমার তার সার্ভিস রাইফেল দিয়ে ওই তিন সহকর্মীকে গুলি করে। কানপুরের বাসিন্দা অজিত গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা। সংবাদসূত্র : এনডিটিভি কাবুলে বিস্ফোরণে ছয় জন নিহত যাযাদি ডেস্ক আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার পার্সিয়ান নতুন বছর 'নওরোজ' উদযাপনের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির অনেক এলাকায় বসন্তকালের শুরুতে নওরোজ উৎসব উদযাপন করা হয়। তবে কট্টরপন্থি মুসলমানরা এর বিরোধিতা করে এবং একে অনৈসলামিক বলে মনে করে তারা। কাবুলের কার্ত-ই-সাখি মাজারের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকাটি শিয়া অধু্যষিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, মর্টার বোমা হামলা চালানো হয়েছে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নওরোজ উপলক্ষে জমায়েত ও বেসামরিক লোকদের বাড়ি লক্ষ্য করে তিনটি রকেট হামলা চালানো হয়েছে। পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। সংবাদসূত্র : বিবিসি গোপন ক্যামেরায় হোটেলে অতিথির ব্যক্তিগত মুহূর্ত যাযাদি ডেস্ক দক্ষিণ কোরিয়ার বিভিন্ন শহরের ৩০টি হোটেলে গোপনে ক্যামেরা বসিয়ে দেড় হাজারের বেশি অতিথির ব্যক্তিগত মুহূর্ত ভিডিও করে সেগুলো অনলাইনে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল কক্ষে টিভি, হেয়ার ড্রাইয়ারের হাতল ও সকেটে এসব মিনি ক্যামেরা বসানো হয়েছিল। পরে ওয়েবসাইট খুলে ওই ভিডিও বিক্রি করে ছয় হাজার ২০০ ডলার আয়ও করেছিল তারা। দোষী প্রমাণিত হলে তাদের ১০ বছর পর্যন্ত কারাদন্ড এবং ২৬ হাজার ৫৭১ ডলার জরিমানা হতে পারে। দক্ষিণ কোরিয়ায় গোপনে নগ্ন ছবি ও শারীরিক মেলামেশার ভিডিও ধারণকে 'মহামারী' হিসেবে দেখা হচ্ছে। এর প্রতিবাদে রাস্তায়ও নেমেছে মানুষ। \হসংবাদসূত্র : বিবিসি