'মোদির আদর্শে অনুপ্রাণিত'

বিজেপিতে যোগ দিলেন সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
বিজেপিতে যোগ দেন গৌতম গম্ভীর
ভারতের লোকসভা নির্বাচনের বাকি আর মাত্র কয়েক দিন। এখন পর্যন্ত দেশটির ক্ষমতাসীন দলের সব প্রার্থীর নামও ঘোষণা হয়নি। এসবের মাঝেই ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন। এই ঘোষণা করে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি বলেন, 'এটি একটি উলেস্নখযোগ্য সংযুক্তি।' ৩৭ বছর বয়সী সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর বলেন, 'আমি প্রধানমন্ত্রী মোদির আদর্শে প্রভাবিত হয়েছি, দেশের জন্য তার দৃষ্টিভঙ্গি আমাকে ভাবিয়েছে। দেশের হয়ে আমার কিছু করার জন্য একটি চমৎকার পস্ন্যাটফর্ম।' সংবাদসূত্র : এনডিটিভি সাবেক এই ক্রিকেটার দিলিস্ন থেকে বিজেপির প্রার্থী হিসেবে এপ্রিল-মে মাসের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও শোনা যাচ্ছে। বর্তমানে বিজেপির মীনাক্ষী লেখী দিলিস্নর আসনে জয়ী এমপি। এই আসনেই বিজেপির নতুন মুখ হিসেবে নামতে পারেন গৌতম গম্ভীর। তিনি নিজেই দিলিস্নর রাজিন্দর নগরের বাসিন্দা, যা এই নির্বাচনী এলাকার মধ্যেই পড়ে। অরুণ জেটলি অবশ্য প্রার্থিতার বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি। তিনি বলেন, 'দলের নির্বাচন কমিটির হাতেই এই সিদ্ধান্ত ছেড়ে দিন।' সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেয়েছেন গৌতম গম্ভীর। পাঞ্জাবের অমৃতসরে ২০১৪ সালে কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির নির্বাচনী প্রচারে হাই-প্রোফাইল মুখ ছিলেন গৌতম গম্ভীর। যদিও ওই নির্বাচনে অরুণ জেটলি কংগ্রেসের অমরিন্দর সিংয়ের কাছে পরাজিত হন। মুখ্যমন্ত্রী হন অমরিন্দর। ১৫ বছরের ক্রিকেটার জীবনের পরে গত ডিসেম্বরে ক্রিকেট থেকে অবসর নেন ভারতের সাবেক ওপেনার ব্যাটসম্যান। ক্রিকেটের ধারাভাষ্য ছাড়াও একটি কমিউনিটি কিচেন চালান গৌতম গম্ভীর। সমসাময়িক রাজনীতি ও ঘটনাবলির ওপর বেশ কয়েক দিন ধরেই দৃঢ় মন্তব্য ও মতামত জানাচ্ছিলেন গৌতম গম্ভীর। রাজনৈতিক মহলে কানাঘুঁষা শোনা যাচ্ছিল, শিগগিরই নতুন ইনিংস শুরু করবেন এই সাবেক ক্রিকেটার। তার টুইটার অ্যাকাউন্ট পুলওয়ামার সন্ত্রাসী হামলা বিষয়ক পোস্টেই এখন ভর্তি। সম্প্রতি সেনাদের শিশুদের শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার নিতেও দেখা গেছে তাকে। রাজনীতিতে গৌতম গম্ভীর যোগ দেয়ায় ক্রিকেটার থেকে রাজনীতিক হওয়া কীর্তি আজাদ, মোহাম্মদ আজহারউদ্দিন, নবজোৎ সিধু এবং মোহাম্মদ কাইফের পথের নতুন পথিক হলেন তিনি। আগামী মাস থেকে শুরু হতে চলা লোকসভা নির্বাচনে ১২ মে দিলিস্নতে ভোট হবে। ২৩ মে সাত দফার এই নির্বাচনের ফল ঘোষণা হবে।