ভারতে লোকসভা নির্বাচন-২০১৯

আম আদমি পার্টির সঙ্গে জোট করা নিয়ে কংগ্রেসে জরিপ

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের রাজধানী দিলিস্নতে কংগ্রেস ও আম আদমি পার্টির (আপ) জোট নিয়ে অনিশ্চয়তার মধ্যেই একটি অন্তর্র্বর্তী জরুরি জরিপ চালানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। দেখা গেছে, ওই রাজ্যের নেতাদের মতবদলের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সংবাদসূত্র : এনডিটিভি ওই জরিপ থেকে জানা গেছে, দিলিস্নতে ভোট ভাগের ফলে বিজেপি অন্তত ৩৫ শতাংশ এগিয়ে থাকতে যাচ্ছে, যা এরই মধ্যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং দিলিস্ন কংগ্রেসের প্রধান শীলা দীক্ষিতের কাছেও পৌঁছে গেছে। নামপ্রকাশে অনিচ্ছুক দিলিস্ন কংগ্রেসের এক নেতা জানান, 'কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আম আদমি পার্টির সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তটি নাকচ করে দেয়ার পর বর্ষীয়ান কংগ্রেস নেতারা তার সঙ্গে দেখা করে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন।' দেখা যাচ্ছে, আম আদমি পার্টির ভোট ব্যাংক রয়েছে ২৮ শতাংশ এবং কংগ্রেসের ২২। অন্যদিকে, বিজেপি একাই ৩৫ শতাংশের ভোট ব্যাংক বানিয়ে ফেলেছে। নেতারা হাইকমান্ডকে বুঝিয়েছেন, আম আদমি পার্টির সঙ্গে জোট গঠন করলে এই ফলটিই বদলে যেতে পারে। অন্তত, অংক বলছে, তার সম্ভাবনা প্রবল। জানা গেছে, দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলার পর আম আদমি পার্টির সঙ্গে জোট গঠন করা নিয়ে তাদের মতামত কী, সেটি দিলিস্নর কংগ্রেস কর্মীদের কাছে 'শক্তি' অ্যাপের মাধ্যমে জানতে চেয়েছেন রাহুল গান্ধী।