ইরাকে ফেরি ডুবে ১০০ জনের মৃতু্য

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরাকের মসুলে টাইগ্রিস নদীতে ফেরি ডুবে প্রায় ১০০ জনের মৃতু্য হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে, ফেরিটিতে প্রায় ২০০ লোক ছিল। এই ধরনের ফেরি সাধারণত ৫০ জনকে বহন করতে পারে। শিয়াদের নওরোজ উৎসব উদযাপন উপলক্ষে এর সবাই পর্যটন দ্বীপ উম্মে রাবেয়া আইল্যান্ডে যাচ্ছিলেন। মসুলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ফেরির অধিকাশ যাত্রীই সাঁতার জানতেন না। এ পর্যন্ত ৯৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৯ জন শিশু ও ৬১ জন নারী রয়েছে। ৫৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ফেরিটি উল্টে আছে এবং লোকজন ঢেউয়ের ওপর ভাসছে। এক যাত্রী বলেন, 'ফেরিটি অনেক যাত্রী বহন করছিল। তাই পানি ভেতরে প্রবেশ করতে শুরু করলে ফেরিটি ভারী হতে শুরু করে এবং এক পর্যায়ে এটি উল্টে যায়।' সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স