সাবেক প্রধানমন্ত্রী দেবেগৌড়া আবারও ভোটের যুদ্ধে

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের একাদশতম প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া আবারও লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন। কেন্দ্রে অ-বিজেপি তৃতীয় ফ্রন্টের এই বর্ষীয়ান নেতা নিজের রাজ্য কর্ণাটক থেকেই লড়াই করবেন বলে জানানো হয়েছে। সংবাদসূত্র : এএনআই শনিবার জনতা দল (সেকু্যলার) বা জেডিএসের পক্ষ থেকে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর এইচ ডি কুমারস্বামীর বাবা দেবেগৌড়াকে ফের টিকিট দেয়ার কথা চিন্তা করা হয়েছে বলে জানানো হয়। তাকে টুমকুর আসনে কংগ্রেস-জেডিএস জোটের প্রার্থী করা হচ্ছে। দেবেগৌড়া কেন্দ্রে অ-বিজেপি শক্তির বিরোধী তৃতীয় ফ্রন্টের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১ জুন ১৯৯৬ থেকে ২১ এপ্রিল ১৯৯৭ পর্যন্ত তিনি দেশটির একাদশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দক্ষিণের এই রাজ্যে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও জেডিএএস আলাদা লড়াই করে। ফল ঘোষণা হওয়ার পর দেখা যায়, একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি। কিন্তু সরকার তৈরি করার পূর্ণ বিধায়ক সংখ্যা তাদের নেই। এরপরও বিজেপিকে সংখ্যালঘু সরকার গড়তে আহ্বান জানান রাজ্যপাল।