উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্পের টুইট ঘিরে বিভ্রান্তি

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং তা প্রত্যাহার করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তা ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। পিয়ংইয়ংয়ের সঙ্গে অবৈধ উপায়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে সন্দেহে মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার চীনভিত্তিক দুটি জাহাজ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরদিন এক টুইটে ট্রাম্প জানান, তিনি উত্তর কোরিয়ার ওপর 'অতিরিক্ত ব্যাপক নিষেধাজ্ঞা' তুলে নিচ্ছেন। সংবাদসূত্র : বিবিসি মার্কিন প্রেসিডেন্টের এ অবস্থানকে অর্থ মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবেই ধরে নেন অনেকেই; যা ঠিক নয় বলে পরে নিশ্চিত করেন কর্মকর্তারা। ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আরোপ করা কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি বলেও জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এ কর্মকর্তা বলছেন, প্রেসিডেন্টের টুইটে সেসব নিষেধাজ্ঞার কথাই বলা হয়েছে, যা সামনের দিনগুলোতে আরোপ করার কথা বিবেচনা করা হচ্ছিল। টুইট ঘিরে এ বিভ্রান্তির পেছনে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের কর্তাব্যক্তিদের দ্বন্দ্বও হাওয়া দিয়েছে। হোয়াইট হাউস বলছে, উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞাকে প্রেসিডেন্ট অপ্রয়োজনীয় মনে করছেন।