মুসলিস্নদের জন্য উন্মুক্ত হলো সেই আল নূর মসজিদ

ক্রাইস্টচার্চে সন্ত্রাস প্রধানমন্ত্রী আরডার্নকে শান্তিতে নোবেল দেয়ার দাবি আরডার্নকে ধন্যবাদ সংযুক্ত আরব আমিরাতের

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি ডেস্ক নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় আক্রান্ত হওয়া দুটি মসজিদের একটি আল নূর মসজিদ স্থানীয় মুসলিস্নদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। শনিবার সকালে সরকারি প্রতিনিধিরা এতদিন ধরে মসজিদের চারপাশে ঘিরে রাখা বেষ্টনী (কর্ডন) সরিয়ে মুসলিস্নদের ভেতরে প্রবেশ করান। এদিকে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৫০ জন মুসলিস্ন নিহত হওয়ার ঘটনার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন যে ভূমিকা রেখেছেন, তার প্রশংসা এখন বিশ্বজুড়ে। সেইসঙ্গে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি উঠেছে। সংবাদসূত্র : দ্য গার্ডিয়ান, গাল্ফ নিউজ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যখন মসজিদের দরজা মুসলিস্নদের জন্য খুলে দেয়া হয়, তখন সেখানে ১৫ জন উপস্থিত ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার দিকে ইমরান শেখ মসজিদে প্রবেশ করেন। ইমরান শেখ দরজা দিয়ে মসজিদে প্রবেশ করে দেখতে পান, দেয়ালে নতুন সাদা রঙ। দেয়ালে মুসলিস্নদের নীরবতা পালনের আহ্বান জানানো হয়েছে। একেবারে শান্ত পরিবেশ। মসজিদের বাইরে যখন কর্ডন প্রত্যাহার করা হয়, তখন হামলায় বেঁচে যাওয়া এক ব্যক্তি ছিলেন হাতে ফুল ও বার্তা নিয়ে। হুজেফ ভোরা নামের ওই ব্যক্তি মুসলিস্নদের মরদেহের নিচে চাপা পড়ায় বেঁচে গিয়েছিলেন। তিনি বলেন, 'আমিও মারা যেতে পারতাম। আমার সামনের ব্যক্তির গায়ে লাগা গুলি আমি অনুভব করতে পারছিলাম। আমার মাথা, বুক ও পায়ে গুলি লাগতে পারত।' আরডার্নকে নোবেল দেয়ার দাবি এদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন যে ভূমিকা রেখেছেন, তার পরিপ্রেক্ষিতে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার দাবি উঠেছে। 'নিউজিল্যান্ড হেরাল্ড' পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জেসিন্ডাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য চেঞ্জ.ওআরজি ও আভাজ.ওআরজি নামের দুটি ওয়েবসাইটে হাজারো আবেদনকারী আবেদন করেছে। কেউ বলেছেন, জেসিন্ডার এমন ভূমিকার অন্য অবশ্যই নোবেল পুরস্কার দেয়া উচিত। আবার কেউ বলেছেন, ইসলাম ধর্মের অনুসারী না হয়েও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মুসলমানদের জন্য যা করলেন, তা মনে রাখার মতো। এছাড়া বিশ্বব্যাপী বিশ্বনেতাদের ব্যাপক প্রশংসা পেয়েছেন আরডার্ন। আরডার্নকে ধন্যবাদ আরব আমিরাতের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন যে অনবদ্য ও অসাধারণ ভূমিকা রেখেছেন এবং তিনি যে মমতা ও আন্তরিকতা নিয়ে মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন তাকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম টুইটারে নিউজিল্যান্ডের জনগণ ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। কৃতজ্ঞতাস্বরূপ শুক্রবার বিশ্বের অন্যতম উঁচু স্থাপনা বুর্জ আল-খলিফা জুড়ে আরডার্নের একটি প্রতিকৃতি প্রদর্শিত হয়। কয়েক দিনে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করা ওই প্রতিকৃতিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে মসজিদে হামলায় ক্ষতিগ্রস্ত একজনকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। শুক্রবার ৮২৯ মিটার উঁচু ভবনটিতে ভেসে ওঠা জেসিন্ডার ছবিতে তাকে কালো হিজাব পরে এক মসজিদে হামলায় এক শোকাহত নারীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যায়। এ সময় আরবি ও ইংরেজি ভাষায় 'শান্তি' শব্দটি লেখা ছিল। দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ ছবিটি টুইটারে শেয়ার করে আরডার্নের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, 'ধন্যবাদ প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।'