রাশিয়ার ১৪টি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ১৫টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দিবাগত রাতে এসব ড্রোনের অন্তত ১৪টি ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার এই দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। সংবাদসূত্র : রয়টার্স, বিবিসি 'টেলিগ্রাম' অ্যাপে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, আকাশযুদ্ধের পর ইউক্রেনের বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি ১৪টি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে। আজভ সাগরের পূর্বাঞ্চলীয় উপকূল থেকে এসব ড্রোন উড্ডয়ন করা হয় বলে বিবৃতিতে উলেস্নখ করা হয়েছে। ইউক্রেনের দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি। আর রাশিয়াও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের বেসামরিক ও সামরিক কর্তৃপক্ষ রাশিয়ার ড্রোন হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানায়নি। এর আগের দিন ইউক্রেন দাবি করে, খেরসন অঞ্চলে রাশিয়ার তিনটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। শুক্রবারের এই কাজের জন্য ইউক্রেনের বিমান বাহিনীর পাইলটদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, 'রাশিয়ার প্রতিটি পাইলট, প্রতিটি খুনি আমাদের প্রতিক্রিয়া সম্পর্কে ভালোভাবে অবগত হোক- তাদের কেউই শাস্তির বাইরে থাকবে না।'