ইন্দোনেশিয়ায় কারখানায় বিস্ফোরণ, নিহত ১২

প্রকাশ | ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যাযাদি ডেস্ক
ইন্দোনেশিয়ায় একটি নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। রোববার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির পূর্বাঞ্চলীয় একটি প্রদেশে নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার এই কারখানাটি চীনা অর্থায়নে পরিচালিত হতো। সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে অবস্থিত মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কে পিটি ইন্দোনেশিয়া তসিংশান স্টেইনলেস স্টিলের মালিকানাধীন একটি পস্ন্যান্টে রোববার ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে কমপেস্নক্সের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন। মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেছেন, 'বর্তমানে হতাহতের মোট সংখ্যা ৫১ জন। এ ঘটনায় ১২ জনের মৃতু্য হয়েছে। আরও ৩৯ জন সামান্য এবং গুরুতর আহত হয়েছেন যারা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।' বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত ১২ জনের জধ্যে সাতজন ইন্দোনেশীয় এবং পাঁচজন বিদেশি শ্রমিক। তবে বিদেশি শ্রমিকরা কোন্‌ দেশের নাগরিক, তা উলেস্নখ করা হয়নি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, কারখানার একটি চুলিস্নতে মেরামত কাজ করার সময় বিস্ফোরণটি ঘটে। মূলত মেরামতের সময় সেখানে দাহ্য তরলে আগুন ধরে যায় এবং পরবর্তী বিস্ফোরণের ফলে কাছাকাছি অক্সিজেন ট্যাংকগুলোও বিস্ফোরিত হয় বলে ওই কর্মকর্তা বলেছেন। বিবৃতিতে বলা হয়েছে, রোববার সকালে আগুন সফলভাবে নিভিয়ে ফেলা হয়েছে। শিল্প পার্কটি পরিচালনাকারী সংস্থা বলেছে, তারা এই বিপর্যয়কর দুর্ঘটনায় 'গভীরভাবে দুঃখিত'। এ ছাড়া পরিচয় শনাক্ত হওয়া বেশ কয়েকজন নিহতদের দেহাবশেষ তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। উলেস্নখ্য, বৈদু্যতিক যানে ব্যবহৃত ব্যাটারি তৈরির মূল উপাদানগুলোর একটি নিকেল। স্টেইলেস স্টিল তৈরিতেও নিকেল গুরুত্বপূর্ণ উপাদান। এই খাতে বেইজিংয়ের ক্রমবর্ধমান বিনিয়োগ কারখানাগুলোর কাজের পরিস্থিতি নিয়ে অস্থিরতার সৃষ্টি করেছে। সংবাদসূত্র : এএফপি