ট্যারান্টকে যেভাবে রাখা হয়েছে

প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আর ১০ জন সাধারণ বন্দির মতো করে নয়, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্দেহভাজন হামলাকারী ব্রেনটন ট্যারান্টকে অকল্যান্ডের পারোমোরেমো কারাগারে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থায়। তার কারারক্ষী নিয়োগের ক্ষেত্রেও ব্যতিক্রমী পদক্ষেপ নেয়া হয়েছে। ওই কারাগারে বন্দি রয়েছে দেশটির কুখ্যাত সব অপরাধী। সংবাদসূত্র : নিউজিল্যান্ড হেরাল্ড গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলাকারীকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার জন্য নিয়োজিত রয়েছে কেবল শ্বেতাঙ্গ কারারক্ষীরা। নিউজিল্যান্ডে সাধারণত এমনটা ঘটতে দেখা যায় না। জাতিগোষ্ঠী কিংবা বর্ণ বিবেচনা করে দেশটিতে কারারক্ষী নিয়োগ করা হয় না।' কর্তৃপক্ষ হয়তো ভাবছেন অশ্বেতাঙ্গ নিরাপত্তাকর্মীকে নিয়োজিত করা হলে তাদের আক্রোশের শিকার হতে পারেন ওই হামলাকারী। কারাগারে ট্যারান্টকে অন্যান্য অপরাধী থেকে আলাদা করে রাখা হয়েছে। সিসিটিভির মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে তার ওপর। এছাড়া কারও সঙ্গে দেখা করার সুযোগ নেই তার। কাছে থাকবে না কোনো পত্রিকা। থাকবে না রেডিও কিংবা টেলিভিশন সুবিধাও। পোশাকের ব্যাপারেও নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। আত্মঘাতী কোনো পদক্ষেপ যেন না নিতে পারেন, তাই পরিধানের জন্য তাকে নীল গাউন সরবরাহ করা হয়েছে। এটা অপেক্ষাকৃত মোটা আকৃতির পোশাক। ট্যারান্টের কারারক্ষী হিসেবে কেবল শ্বেতাঙ্গদের নিয়োগ দেয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে এক কারা কর্মকর্তা বলেন, 'আমাদের বিভিন্ন ধর্ম ও বর্ণের অনেক কর্মী রয়েছেন। নিরাপত্তাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের স্বাভাবিক রুটিন মাফিক কর্মী বণ্টন প্রক্রিয়া তার জন্য পরিবর্তন হয়নি এবং হবেও না।' এদিকে, হামলাকারী ট্যারান্টকে পারোমারেমো কারাগার নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে প্রতিরক্ষা বাহিনী। তারা জানান, অন্যান্য সংস্থার সঙ্গে মিলিত হয়ে তারা ট্যারান্টকে নিরাপদভাবে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। পারেমোরেমো কারাগারের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় বন্দি রয়েছেন ট্যারান্ট। ওই কারাগারে ২৬০ জন বন্দি থাকতে পারে। প্রত্যেকের ৩.১ মিটার প্রস্থ ও ২.৯ মিটার ?উচ্চতার সেলে থাকতে হয়। সেখানে টয়লেট, শাওয়ার ও বেসিন রয়েছে। সাধারণত সব কুখ্যাত অপরাধীকে রাখা হয় সেখানে।