ক্রাইস্টচার্চ হামলা

সর্বোচ্চ তদন্তের নির্দেশ দিলেন আরডার্ন

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহতের ঘটনায় সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। ১৫ মার্চের ওই নির্বিচার হত্যাকান্ড প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো আরও কিছু করতে পারতো কি-না, একটি রাজকীয় কমিশন তা যাচাই করে দেখবে বলে জানিয়েছেন তিনি। সংবাদসূত্র : বিবিসি নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, স্বাধীন তদন্তের সর্বোচ্চ স্তর রাজকীয় কমিশন। এই কমিশন একটি 'বিস্তারিত' প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন তিনি। সোমবার রাজধানী ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে বলেছেন আরডার্ন বলেন, 'সন্ত্রাসবাদের এই ঘটনা কীভাবে ঘটলো এবং কীভাবে আমরা এটি থামাতে পারতাম, তা বের করতে প্রতিটি লক্ষণ পরীক্ষা করে দেখা গুরুত্বপূর্ণ। তিনি জানান, 'আমরা আরও কিছু জানতে পারতাম কি-না বা আমাদের জানা উচিত ছিল কি-না, এ প্রশ্নের উত্তর পেতে হবে আমাদের।' আনুষ্ঠানিক তদন্তে আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের সহজলভ্যতা ও হামলার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাকে ঘিরে তৈরি হওয়া প্রশ্নগুলোও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। এই সন্ত্রাসী হামলার ঘটনায় বর্ণবাদী অস্ট্রেলীয় যুবক ব্রেনটন ট্যারান্টের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।