দরিদ্র মানুষের জন্য বছরে ৭২ হাজার রুপি

জানালেন রাহুল গান্ধী

প্রকাশ | ২৬ মার্চ ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী
ক্ষমতায় গেলে ভারতের দরিদ্র মানুষের জন্য নূ্যনতম আয় নিশ্চিত করার প্রতিশ্রম্নতি আগেই দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার সংবাদ সম্মেলন করে জানালেন, ক্ষমতায় গেলেই সবচেয়ে দরিদ্র ২০ শতাংশ মানুষের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার রুপি দেবে তার সরকার। সোমবার ভারতের সব মানুষের কাছে এই নতুন প্রতিশ্রম্নতি দিয়েছেন তিনি। এর মধ্যদিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাপে ফেলে দিলেন বলে মনে করছেন নির্বাচন-রাজনীতি সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা। সংবাদসূত্র : এবিপি, পিটিআই সোমবার দিলিস্নতে সংবাদ সম্মেলন করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানান, দারিদ্রসীমার নিচে রয়েছে এমন ২০ শতাংশ মানুষের অ্যাকাউন্টে বছরে ৭২ হাজার রুপি দেবে সরকার। এর ফলে পাঁচ কোটি পরিবার উপকৃত হবেন। এর মাধ্যমে ভারতের ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার ওপরে উঠে আসবে। আর এই অর্থ সরাসরি ওইসব মানুষের অ্যাকাউন্টে চলে যাবে। রাহুলের নূ্যনতম আয়ের ঘোষণায় প্রথম থেকেই সরব বিজেপি। মাস দুয়েক আগে এর বিরোধিতায় 'নীতি আয়োগ'র ভাইস চেয়ারম্যান রাজীব কুমারকে মাঠে নামায় মোদি সরকার। এক সাক্ষাৎকারে রাজীব কুমার দাবি করেন, রাহুলের এই প্রকল্প বাস্তবে কার্যকর হওয়া সম্ভব নয়। কারণ প্রকল্প কার্যকর করার মতো কোষাগারে জোর ও তথ্য সরকারের নেই। লোকসভা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে রাহুলের এই নতুন প্রতিশ্রম্নতি নরেন্দ্র মোদিকে আরও চাপে ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।