সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মারিয়া বিউটিনা
যুক্তরাষ্ট্র রুশ ‘গুপ্তচর’ বিউটিনার জামিন আবেদন নাকচ যাযাদি ডেস্ক যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ডিবোরাহ রবিনসন রুশ নাগরিক মারিয়া বিউটিনার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। এর আগে মাকির্ন বিচার বিভাগ থেকে বলা হয়েছে, ২৯ বছর বয়সী বিউটিনা যুক্তরাষ্ট্রে অ্যাটনির্ জেনারেলের পূবার্নুমতি ছাড়া কাজ করায় তাকে রুশ এজেন্ট হিসেবে ষড়যন্ত্র ও গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ১৫ জুলাই ওয়াশিংটনে গ্রেপ্তার করা হয়। অভিযোগ প্রমাণ হলে বিউটিনার সবোর্চ্চ ১৫ বছরের কারাদÐ হতে পারে। এদিকে, বিউটিনার আইনজীবী রবাটর্ নিল ড্রিসকোল এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাজাকারোভা বুধবার রুশ নাগরিকের ওপর ওয়াশিংটনের এই আচরণকে ‘অস্বাভাবিক’ উল্লেখ করে বলেন, মস্কো তাকে রক্ষায় সব ধরনের চেষ্টা চালাবে। তিনি বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এফবিআই অপরাধ নিমূের্লর কাজ না করে রাজনৈতিক যোগসাজশে কাজ করছে। আমরা রুশ নাগরিকদের রক্ষায় বৈধ সব ধরনের পদক্ষেপ নেবো।’ সংবাদসূত্র : তাস দিল্লিতে ভবন ধসে মৃতের সংখ্যা ৯ যাযাদি ডেস্ক ভারতের রাজধানী দিল্লির কাছে গ্রেটার নয়ডায় একটি ছয়তলা নিমার্ণাধীন ভবন ও একটি চারতলা আবাসিক ভবন ধসের ঘটনায় ধ্বংসস্তূপ থেকে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতের ওই ঘটনার দেড় দিন পরও বৃহস্পতিবার তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। এখনো আরও অনেকে ভবন দুটির ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ১৪ মাস বয়সী একটি শিশু ও তার বাবা-মা রয়েছেন। এই পরিবারটি ধসে পড়ার মাত্র তিন দিন আগে নবনিমির্ত চারতলা ওই ভবনটিতে উঠেছিলেন। গত মঙ্গলবার রাতে পাশের নিমার্ণাধীন ছয়তলা ভবনটি ধসে এই চারতলার ওপর পড়লে এটিও ধসে যায়। ওই রাতেই ভারতের জাতীয় বিপযর্য় মোকাবেলায় বাহিনী (এনডিআরএফ), পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যা পযর্ন্ত এই অভিযান চলে। পুলিশ এ ঘটনায় ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও নিমার্ণাধীন ওই ছয়তলা ভবনের মালিকসহ চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি তালেবানের সঙ্গে শান্তি চান আশরাফ ঘানি যাযাদি ডেস্ক আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘনি তালেবান গোষ্ঠীর সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বুধবার রাজধানী কাবুলে এক বক্তৃতায় বলেন, সম্প্রতি তালেবানের সঙ্গে এক সফল সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর তাদের সঙ্গে স্থায়ী শান্তির ব্যাপারে আশাবাদী হয়েছে কাবুল। তিনি আগামী নিবার্চনের আগেই তালেবানের সঙ্গে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যাবে বলে আশা প্রকাশ করেন। আফগান প্রেসিডেন্ট দাবি করেন, তালেবানকে আফগান শান্তি প্রক্রিয়ায় অন্তভুর্ক্ত করার জন্য সংবিধানে পরিবতর্ন আনার প্রয়োজন নেই। এর আগেও ঘানি তালেবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এই গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসার কথা ঘোষণা করেছিলেন। তালেবান শুরু থেকেই বলে আসছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার না করা পযর্ন্ত কাবুল সরকারের সঙ্গে তারা কোনো আলোচনায় বসবে না। ঠিক এমন সময় এই বক্তব্য দিলেন ঘানি। উল্লেখ্য, আগামী অক্টোবর মাসে আফগানিস্তানে পালাের্মন্ট ও স্থানীয় পরিষদের নিবার্চন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংবাদসূত্র : এএফপি, পাসর্ টুডে