যুক্তরাজ্যকে পেছনে ফেলল

বিদেশি শিক্ষাথীর্র সংখ্যা বাড়ছে অস্ট্রেলিয়ায়

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
বিদেশি শিক্ষাথীের্দর পছন্দের গন্তব্য হিসেবে যুক্তরাজ্যকে টপকে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। সংবাদসূত্র : বিবিসি ইউনিভাসিির্ট কলেজ লন্ডনের (ইউসিএল) সেন্টার ফর গেøাবাল হায়ার এডুকেশনের গবেষকরা বলছেন, বিদেশি শিক্ষাথীর্র সংখ্যায় যুক্তরাজ্য এখন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পেছনে পড়ে তৃতীয় স্থানে নেমে গেছে। অস্ট্রেলিয়ায় অন্য দেশ থেকে আসা শিক্ষাথীর্র সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গবেষণাটি যুক্তরাজ্যের বিদেশি শিক্ষাথীর্-বিষয়ক নীতি পযাের্লাচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলে মন্তব্য ব্রিটিশ কাউন্সিলের। যুক্তরাজ্যের অথর্নীতিতে অন্য দেশের শিক্ষাথীর্রা দুই হাজার কোটি পাউন্ডের মতো যোগ করেছেন বলে চলতি বছর করা এক অনুসন্ধানে উঠে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর বিদেশি শিক্ষাথীের্দর স্বাগত জানানোর ক্ষেত্রে অভিবাসন আইন বাধা হয়ে দঁাড়াতে পারে বলে সতকর্ করেছে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো। ইউসিএলের এই গবেষণায় বিদেশে পড়ার ক্ষেত্রে বিভিন্ন দেশের শিক্ষাথীের্দর আগ্রহ ও সাম্প্রতিক গতিবিধি অনুসরণ করা হয়েছে।