তুরস্কে জরুরি অবস্থার অবসান দুই বছর পর

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ব্যথর্ এক সামরিক অভ্যুত্থানের পর থেকে তুরস্কে দুই বছর ধরে বলবৎ থাকা জরুরি অবস্থার অবসান হয়েছে। দেশটির স্থানীয় সময় বুধবার মধ্যরাতে জরুরি অবস্থার মেয়াদ শেষ হয়। সংবাদসূত্র : গাডির্য়ান, বিবিসি এক ঘোষণায় দেশটির সরকার জানায়, জরুরি অবস্থার মেয়াদ আর বাড়াবে না তারা। এরপর পূবর্ নিধাির্রত সময়েই জরুরি অবস্থার মেয়াদ শেষ হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পুননির্র্বাির্চত হওয়ার কয়েক সপ্তাহ পর জরুরি অবস্থার মেয়াদ আর না বাড়ানোর এই সিদ্ধান্ত এলো। এর আগে তিন মাস তিন মাস করে সাতবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছিল এরদোয়ান সরকার। ব্যথর্ অভ্যুত্থানের পর জারি করা জরুরি অবস্থা চলাকালীন লক্ষাধিক লোককে গ্রেপ্তার বা চাকরিচ্যুত করা হয়েছে। সরকারি পরিসংখ্যান ও বেসরকারি সংস্থাগুলোর তথ্যানুযায়ী, এ সময় জরুরি ডিক্রি জারি করে এক লাখ সাত হাজারের বেশি লোককে সরকারি চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং ৫০ হাজারের বেশি লোককে বিনা বিচারে কারাগারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানিবার্সনে থাকা ইসলামপন্থী তুকির্ নেতা ফেতুল্লাহ গুলেন ও তার সমথর্কদের ব্যথর্ ওই অভ্যুত্থানের জন্য দায়ী করেছে তুরস্ক। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গুলেন।