দুই ট্রেনের মুখোমুখি সংঘ

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। কর্তৃপক্ষ বলেছে, পশ্চিম জাভা প্রদেশের সিকালংকায় ধান ক্ষেতের পাশে শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা ৩ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ট্রেনের অনেক বগি উল্টে গেছে। কয়েকটি দুমড়ে-মুচড়ে গেছে। ইন্দোনেশিয়ায় পরিবহণ দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। মাঝেমধ্যেই দেশটিতে এমন ঘটনা ঘটে। ২০১৫ সালে রাজধানী জাকার্তায় লেভেল ক্রসিংয়ের সময় ট্রেন ও মিনিবাস সংঘর্ষে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন -আল-জাজিরা