ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুলস্নাহর ব্যাপক হামলা

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইসরাইলি সামরিক ঘাঁটিতে শনিবার রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুলস্নাহ। উত্তর ইসরাইলের মেরোনে লেবানন থেকে ৬০টির বেশি রকেট নিক্ষেপ করেছে হিজবুলস্নাহ। গোষ্ঠীটির দাবি, বৈরুতে হামাসের ডেপুটি লিডারকে হত্যার প্রতিক্রিয়ায় এ হামলা করা হয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলি সেনাবাহিনী। তাদের দাবি, এই হামলার প্রতিক্রিয়ায় হামলাকারীদের একটি ছোট 'সন্ত্রাসী গ্রম্নপকে' আক্রমণ করেছে ইসরাইলি সেনারা। তবে তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরাইল ও ইরান সমর্থিত হিজবুলস্নাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। গত বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারান হামাসের পলিটবু্যরোর উপপ্রধান সালেহ আল-অরৌরি। প্রথমে বলা হয়েছিল, তিনি ড্রোন হামলায় নিহত হয়েছেন। পরে জানা যায়, অরৌরি যে বাড়িতে ছিলেন, সেখানে বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে সালেহ ছাড়াও হামাসের আরও দুই কমান্ডারসহ সাতজন প্রাণ হারান। এরপরই হিজবুলস্নাহ হুমকি দেয়, তারা এর জন্য ইসরাইলকে শাস্তি দেবে।