আসামে রাহুলের যাত্রায় বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' ঘিরে সোমবারের পর মঙ্গলবারও উত্তপ্ত হয়ে উঠেছে আসাম। মঙ্গলবার পাঁচ হাজার কংগ্রেস কর্মী-সমর্থক রাজ্যটির রাজধানী গুয়াহাটিতে প্রবেশের চেষ্টা করতেই পুলিশের বাধার মুখে পড়েন। আর এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুয়াহাটিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তথ্যসূত্র : এনডিটিভি গত ১৪ জানুয়ারি মণিপুর থেকে এই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করেন রাহুল। এরপর সেইর্ যালি নাগাল্যান্ড হয়ে আসামে ঢুকেছে ১৮ জানুয়ারি। কিন্তু বিজেপি শাসিত এই রাজ্যে ঢুকতেই কংগ্রেসের 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' বাধার মুখে পড়েছে। সোমবার একটি মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে দাবি করেছিলেন রাহুল। মন্দিরে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাকে বাধা দেয়। আর এরপরই নওগাঁওতে অবস্থানে বসেন কংগ্রেস নেতা। কংগ্রেস নেতা রাহুল অভিযোগ করে বলেছেন, কিছুদিন আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও বজরং দল এই রাস্তা দিয়ে মিছিল করে গেছে। তখন তাদের আটকানো হয়নি।