ইরানে ভয়াবহ বন্যায় ৭০ জনের প্রাণহানি

মার্কিন নিষেধাজ্ঞায় বাজেটে চাপ

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরানজুড়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০ জনে দাঁড়িয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে শনিবার আরও বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করার পর আরও কয়েকটি শহর ও গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। সংবাদসূত্র : বিবিসি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোর প্রধান নদীর বাঁধগুলো বিপজ্জনকভাবে পূর্ণ হয়ে ওঠায় সেখান থেকে পানি ছেড়ে দিতে হয়েছে। তেলসমৃদ্ধ খুজেস্তান প্রদেশের একটি নদীর বাঁধ খুলে দেয়ার পর সুসানগার্দ শহরের ৫০ হাজারের বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে। গত ১৯ মার্চ থেকে ইরানে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৯০০ গ্রাম ও শহর বন্যা কবলিত হয়েছে। ব্যাপক দুর্যোগের মোকাবেলায় ত্রাণ সংস্থাগুলোকে সংগ্রাম করতে হচ্ছে। ইরানের জ্বালানি ও ব্যাংকিং খাতের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে রাখায় দেশটির রাষ্ট্রীয় বাজেটের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এ কারণে ত্রাণ উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং উদ্ধারকারী হেলিকপ্টারের স্বল্পতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। তিনি বলেন, এটি অর্থনৈতিক যুদ্ধ নয়, বরং অর্থনৈতিক সন্ত্রাসবাদ।