বিজেপি সভাপতির প্রার্থিতা ঠেকাতে নির্বাচন কমিশনে কংগ্রেস

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
আসন্ন লোকসভা নির্বাচনে হলফনামায় সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগ উঠেছে খোদ বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে ভারতের ক্ষমতাসীন এই দলের সর্বোচ্চ নেতার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে কংগ্রেস। সংবাদসূত্র : এবিপি নিউজ অভিযোগে কংগ্রেস জানিয়েছে, আবারও একটি ভুয়া হলফনামা জমা দিয়েছেন অমিত, যেখানে দু'টি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেয়া হয়েছে। প্রথমটি হলো গান্ধীনগরের একটি জমি। দ্বিতীয়টি হলো, একটি বাণিজ্যিক ব্যাংক থেকে তার ছেলের নামে নেয়া ঋণ। এই ঋণের জন্য জামিনদার ছিলেন অমিত শাহ নিজেই।' কংগ্রেসের অভিযোগ, 'ইচ্ছাকৃতভাবে গান্ধীনগরের সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখিয়েছেন অমিত শাহ। সরকারি নথি অনুযায়ী, এই সম্পত্তির বাজারদর ৬৬ লাখ ৫০ হাজার রুপি। অথচ নিজের পেশ করা হলফনামায় এই সম্পত্তির মূল্য ২৫ লাখ টাকা দেখানো হয়েছে।' দলটির অভিযোগ, ইচ্ছাকৃত ভাবেই তথ্য লুকানো হয়েছে। তাই গান্ধীনগর আসন থেকে যাতে অমিত শাহ প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, তার জন্য ব্যবস্থা নিক নির্বাচন কমিশন। একই সঙ্গে ভুয়া হলফনামা দাখিলের জন্য বিজেপি সভাপতির বিরুদ্ধে তদন্ত শুরু করার আবেদনও জানিয়েছে কংগ্রেস।