ইসরাইলের কারাগারে ৬ হাজার ফিলিস্তিনি শিশু

প্রকাশ | ০৭ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
২০১৫ সাল থেকে ইসরাইলের কারাগারে এ পর্যন্ত অন্তত ছয় হাজার ফিলিস্তিনি শিশু বন্দি হওয়ার খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন বলা হয়, ইসরাইলি কারাগারে বন্দি ৯৮ শতাংশ শিশু প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। অনেক শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয় বলেও প্রতিবেদনে উলেস্নখ করা হয়েছে। এ ছাড়া অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে বিশেষ অভিযান চালিয়েও অনেককে আটক করেছে ইসরাইলি বাহিনী। এই শিশুদের মুক্তির বিষয়ে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংবাদসূত্র : এএফপি অনলাইন