পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করবেন নেতানিয়াহু

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
পুনরায় নির্বাচিত হলে অধিকৃত পশ্চিম তীরের ইহুদি বসতি ইসরাইলের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রম্নতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ প্রতিশ্রম্নতি দিয়েছেন। সংবাদসূত্র : রয়টার্স ইসরাইলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। নির্বাচনে ডানপন্থি দলগুলোর জোটের নেতা হয়ে লড়বেন নেতানিয়াহু। এই দলগুলো পশ্চিম তীরের একটি অংশকে ইসরাইলের অন্তর্ভুক্ত করার পক্ষে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরের ইহুদি বসতি অবৈধ। ইসরাইল এর সঙ্গে বরাবরই দ্বিমত পোষণ করে আসছে। ইসরাইলের সঙ্গে সুর মিলিয়ে গত মাসে সিরিয়ার কাছ থেকে ১৯৬৭ সালে কেড়ে নেয়া গোলান মালভূমিকে ইসরাইলের বলে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, কেন তিনি পশ্চিম তীরের বিশাল বসতি এলাকা পর্যন্ত ইসরাইলের সার্বভৌমত্ব সম্প্রসারণ করছেন না, যেমনটি তারা করেছে পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমির ক্ষেত্রে? উত্তরে তিনি বলেন, 'কে বলেছে আমরা তা করছি না? আমরা তা করার পথে আছি।' উলেস্নখ্য, পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ২৫ লাখ।