মালদ্বীপের নির্বাচনে নাশিদের দল জয়ী

প্রকাশ | ০৮ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
মোহাম্মদ নাশিদ
মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ তথা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দল বড় ধরনের জয় পেয়েছে। 'মালডিভিয়ান ডেমোক্রেটিক পার্টি' (এমডিপি) দেশটির পার্লামেন্টের ৮৭ আসনের মধ্যে প্রায় ৬০টিতে জয় পেয়েছে বলে বেসরকারিভাবে জানানো হয়েছে। এমডিপি নির্বাচনে বিজয়ী হওয়ায় তা দলটির নেতা ও দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের দেশে ফেরার বিষয়টিকে জোরদার করবে। গত বছরের প্রায় শেষ দিক পর্যন্ত নাশিদ নির্বাসনে ছিলেন। এমডিপির দাপ্তরিক টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ফুটেজে দলটির সমর্থকদের পরস্পরের সঙ্গে কোলাকুলি করতে ও নাচতে দেখা গেছে। শত শত সমর্থক রাজধানী মালেতে জড়ো হয়ে বিজয় উৎসব করছেন। উৎসবে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ নাশিদ। নির্বাচনের এই ফল মালদ্বীপের গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন নাশিদ। ২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচারণায় তার দল বিচার ব্যবস্থার সংস্কার, মত প্রকাশের স্বাধীনতার পৃষ্ঠপোষকতা করা ও গণতন্ত্রের প্রতিশ্রম্নতি দিয়েছিল। সংবাদসূত্র : বিবিসি