চাঁদে পারমাণবিক বিদু্যৎকেন্দ্র গড়তে চায় চীন-রাশিয়া

প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনের সঙ্গে যৌথভাবে চাঁদের মাটিতে পারমাণবিক বিদু্যৎকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছে রাশিয়া। রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান এ কথা জানিয়েছেন। ২০৩৫ সালের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। রসকসমসের প্রধান ইউরি বরিসভ জানান, তারা চাঁদের বুকে একটি পারমাণবিক বিদু্যৎকেন্দ্র বানাতে চাইছেন। সেখানে বিদু্যৎ উৎপাদন করাই তাদের লক্ষ্য। যদিও যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এক নতুন পদ্ধতির পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করেছে রাশিয়া। সেই অস্ত্র স্যাটেলাইট ধ্বংস করার কাজে ব্যবহার করা হবে। বরিসভ স্পষ্ট জানিয়েছেন, চাঁদের মাটিতে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। চীন ও রাশিয়া ২০২১ সালের জুনে একটি চুক্তি করে। সেখানে ঠিক হয়, দুই দেশ একে অপরকে মহাকাশ গবেষণায় সহায়তা করবে এবং যৌথ প্রকল্পে অংশ নেবে। চীন নিজেদের মহাকাশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই দেশটি মহাকাশে চ্যাং-বি-৬ নামে স্বয়ংক্রিয় যান পাঠাবে। চাঁদের মাটি থেকে পাথরের নমুনা সংগ্রহ করবে এ যান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা দীর্ঘদিন ধরে চাঁদে পারমাণবিক শক্তি উৎপাদন নিয়ে পরিকল্পনা করছে। এ জন্য ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।