কানাডায় লংকান পরিবারের ছয়জনকে হত্যা

প্রকাশ | ০৯ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কানাডার এক শ্রীলংকান পরিবারের ছয়জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে এক মা ও চারটি শিশু রয়েছে। কানাডায় এ ধরনের নির্বিচার খুনের ঘটনা বিরল। বুধবার রাতে রাজধানী অটোয়ায় ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি পুরো কানাডাজুড়ে আলোড়ন তুলেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হামলাটিকে 'ভয়ানক শোচনীয় ঘটনা' অবহিত করে এতে তিনি আতঙ্কিত হয়েছেন বলে মন্তব্য করেছেন। এ ঘটনায় শ্রীলংকা থেকে কানাডায় যাওয়া ১৯ বছর বয়সি পুরুষ শিক্ষার্থী ফেব্রিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছয়টি প্রথম মাত্রার হত্যাকান্ড এবং একটি হত্যাকান্ডের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ডি-জয়সা পরিবারটিকে চিনত আর ওই বাড়িতেই বসবাস করত। তথ্যসূত্র : রয়টার্স