লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের

প্রকাশ | ১১ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি বছর অনুষ্ঠেয় ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই দেশটির পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালিকায় রয়েছে একাধিক চমক। এবারের তালিকায় স্থান পাননি অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত। তবে রয়েছেন রচনা ব্যানার্জি ও ক্রিকেটার ইউসুফ পাঠান। তথ্যসূত্র : টেলিগ্রাফ ইনডিয়া, এবিপি নিউজ রোববার কলকাতার ব্রিগেড ময়দানের সমাবেশে নিজের ভাষণের শুরুতেই দলনেত্রী মমতা জানিয়ে দেন, তিনি ময়দানেরর্ যাম্পে ৪২ আসনের প্রার্থীদের সঙ্গে নিয়ে হাঁটবেন। প্রথম চমক ছিল এখানেই। এরপর আসে চমকে ভরা প্রার্থী তালিকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় একে একে ঘোষণা করেন ৪২ আসনের প্রার্থীদের নাম। আর প্রার্থীরা মঞ্চে উঠে দলনেত্রীর পেছন পেছন হাঁটেনর্ যাম্প দিয়ে। এদিন সমাবেশের বিশাল মঞ্চ থেকে এক এক করে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপধ্যায়। কিন্তু ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম ঘোষণা করার আগে তিনি থেমে যান। পাশ থেকে অরূপ বিশ্বাস এসে ঘোষণা দেন, ডায়মন্ড হারবারে আবার প্রার্থী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতজন বিদায়ী এবার এবার টিকিট পাননি। তাদের মধ্যে রয়েছেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীও।