গাজায় যাচ্ছে প্রথম ত্রাণবাহী জাহাজ

প্রকাশ | ১৪ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
প্রায় ২০০ টন খাবার নিয়ে মঙ্গলবার সাইপ্রাসের লারনাকা বন্দর ছেড়ে গাজায় যাত্রা শুরু করেছে জাহাজ ওপেন আর্মস। জাহাজটির মালিক স্পেনভিত্তিক দাতব্য সংস্থা 'ওপেন আর্মস'। সংস্থাটির নামেই জাহাজের নামকরণ করা হয়েছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সাগরপথে নতুন রুট চালুর পাইলট প্রজেক্টের আওতায় পাঠানো হয়েছে এ জাহাজ। আটা, চাল এবং প্রোটিন সমৃদ্ধ খাবার পাঠানো হয়েছে এই জাহাজে করে। সাইপ্রাসের কর্মকর্তারা বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকাজুড়ে ২০০ মাইলের (৩২০ কিলোমিটার) এ যাত্রায় দুইদিন লাগতে পারে।