এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল হুতি
প্রকাশ | ১৫ মার্চ ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইয়েমেনের হুতি গোষ্ঠী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'আরআইএ' এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছেন, হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা শব্দের চেয়ে আট গুণ বেশি দ্রম্নত গতিতে ছুটতে পারে। সূত্রটি আরও জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তথ্যসূত্র : আল-জাজিরা এএফপি
গত বছরের নভেম্বর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতি। এতে সেখানে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। তবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক রাখতে হুতিদের বিরুদ্ধে হামলা চালাচ্ছে আমেরিকা ও যুক্তরাজ্য।