সিএএতে স্থগিতাদেশ না দিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

প্রকাশ | ২০ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে বিতর্কিত 'সিএএ' মামলার শুনানিতে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রবল আলোচিত আইন কার্যকর করার নির্দেশে স্থগিতাদেশ চেয়ে মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। সেই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের কাছে জবাব চেয়েছেন সুপ্রিম কোর্ট। আগামী ৮ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতে জবাব দিতে হবে কেন্দ্রকে। তথ্যসূত্র : এনডিটিভি গত সোমবার সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। তার পরই ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। রাজনৈতিক দল থেকে শুরু করে আমজনতা- আইনের বিরোধিতা করেন অনেকেই। এ আইন কার্যকর করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হোক, সেই দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। এ সংক্রান্ত দুই শতাধিক মামলা একত্রিত করে শুনানি শুরু হয় মঙ্গলবার। স্থগিতাদেশ চেয়ে দায়ের হওয়া মামলাকারীদের মধ্যে অন্যতম ছিল কেরালার মুসলিম সংগঠন 'ইনডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ'। এ ছাড়া মামলা দায়ের করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। সিএএ সংক্রান্ত মোট ২৩৭টি মামলা একত্রিত করে শুনানি শুরু হয় শীর্ষ আদালতে।