আমেরিকায় জাহাজের ধাক্কায় ধসে পড়ল সেতু হতাহতের শঙ্কা

প্রকাশ | ২৭ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের প্যাটাপস্কো নদীতে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১-৩৫ মিনিটের দিকের এ দুর্ঘটনায় অন্তত ২০ জন নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট। তথ্যসূত্র : রয়টার্স, বিবিসি ইউটিউবে দুর্ঘটনার সময়ের একটি লাইভ ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি জাহাজ সেতুটিতে আঘাত করার পর সেটির স্প্যানগুলোর একটি বড় অংশ ধসে নিচের প্যাটাপস্কো নদীতে গিয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এও জাহাজের ধাক্কা এবং সেতু ধসে পড়ার কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট সেতু ধসের এ ঘটনাকে বড় ধরনের হতাহতের ঘটনা বলে বর্ণনা করেছে। বলেছে, তাদের কর্মীরা নদীতে পড়ে যাওয়া সাতজনের খোঁজ করছেন। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ফ্রান্সিস স্কট কি সেতু ভেঙে পড়ার সময় সেতুতে বেশ কিছু গাড়ি ও ট্রাক ছিল। বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, ভেঙে পড়ার সময় সেতুটিতে ট্রাকের বিশাল সারি ছিল। সেতুতে আঘাতকারী জাহাজের আশপাশের পানিতে প্রচুর পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে।