আইএসআই পাক বিচারপতিদের হুমকি ভয় দেখায়

প্রকাশ | ২৯ মার্চ ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের বিরুদ্ধে বিচারপতি ও তাদের আত্মীয়দের অপহরণ-নির্যাতনের হুমকি এবং শয়নকক্ষের ভেতর গোপন ভিডিও নজরদারির ভয় দেখানোর অভিযোগ উঠেছে। তথ্যসূত্র : ভয়েস অব আমেরিকা রাজধানী ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতিরা চলতি সপ্তাহে প্রধান বিচারপতির কাছে পাঠানো বিরল এক চিঠিতে এই অভিযোগ করেছেন। চিঠিতে আইএসআইকে 'নির্দিষ্ট ফলের জন্য' বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ করার জন্য দোষারোপ করা হয়েছে এবং এই সংকট নিরসনে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের আটজন বিচারপতির ছয়জন চিঠিটিতে স্বাক্ষর করেছেন। চিঠি পাওয়ার পর এই ইসু্যতে আলোচনার জন্য বুধবার সুপ্রিম কোর্টের সব বিচারপতির জরুরি বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসা। এই অভিযোগের বিষয়ে মন্তব্য করার জন্য অনুরোধ করা হলে পাকিস্তানের সেনাবাহিনী কোনো সাড়া দেয়নি। এই চিঠিতে বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়েছে, যেখানে আইএসআই কর্মকর্তারা জবরদস্তি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে 'কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মামলাসহ বিভিন্ন মামলার ফল প্রভাবিত করার' চেষ্টা করেছে।