রাহুলের অভিযোগ বিজেপি ভারতে একক আদর্শ চাপিয়ে দিতে চায়

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, মোদি সরকার বহু মত ও সংস্কৃতির ভারতে একক আদর্শ প্রতিষ্ঠা করতে চায়। শুক্রবার মহারাষ্ট্রে নির্বাচনী সমাবেশে কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস এমন লোকদের সমর্থন করছে, যারা কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়। তারই জবাবে তামিলনাড়ুতে পৃথক সমাবেশে বিজেপির পাল্টা সমালোচনা করে রাহুল এ কথা বলেন। সংবাদসূত্র : ওয়ান ইনডিয়া গত বৃহস্পতিবার ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ হলেও এখনো বাকি ৪৫২টি। আর তাই বাকি আসনগুলোতে জয় পেতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এরই অংশহিসেবে শুক্রবার মহারাষ্ট্র ও কেরালা সফরে যান মোদি। উন্নয়নের ফিরিস্তি তুলে ভোটারদের মন জয় করতে দেন নানা প্রতিশ্রম্নতি। কংগ্রেসের কঠোর সমালোচনার পাশাপাশি বামপন্থিদের 'ভুয়া উদারপন্থি' আখ্যা দিয়ে কেরালায় রাজনৈতিক সহিংসতা ও তিন তালাকের বিষয়ে তাদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মোদি। তারই জবাবে বিজেপি সরকারকে একহাত রাহুল ওপরের কথাগুলো বলেন।