সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলা সাবেক গোয়েন্দা-প্রধান স্পেনে গ্রেপ্তার যাযাদি ডেস্ক স্পেনের পুলিশ ভেনেজুয়েলার সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক এক শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। হুগো কারভাজলের বিরুদ্ধে ২০০৬ সালে ভেনেজুয়েলা থেকে মেক্সিকোয় পাঁচ হাজার ৬০০ কেজি কোকেন পাচারের অভিযোগ আছে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্র কারভাজলের বিরুদ্ধে তাদের এ অভিযোগের কথা প্রকাশ করে; তাকে বহিঃসমর্পণে ওয়াশিংটনের অনুরোধও আছে। কলম্বিয়ার ফার্ক বিদ্রোহীদের সহযোগিতা ও মাদক পাচারের দায়ে ২০০৮ সাল থেকেই তার নাম যুক্তরাষ্ট্রের কালো তালিকায়। ভেনেজুয়েলার প্রয়াত নেতা হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা কারভাজল সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরিবর্তে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। 'এল পোলো' (দ্য চিকেন) নামে পরিচিত কারভাজল গত কয়েক দশক ধরেই ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রভাবশালী চরিত্র। সংবাদসূত্র : বিবিসি বাড়ির লোকদের বাঁচিয়ে প্রাণ দিল কুকুর যাযাদি ডেস্ক কুকুরকে মানুষের সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করা হয়। এটাই আরেকবার প্রমাণ হলো ভারতের উত্তরপ্রদেশে। অল্পের জন্য ৩০ জনের প্রাণ বেঁচে গেল বাড়ির একটি পোষা কুকুরের জন্য। লোকজনকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত ওই কুকুরটাই প্রাণ হারিয়েছে। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের বান্দায় একটি বাড়িতে শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সে সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন কমপক্ষে ৩০ জন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আগুন দেখেই টানা চিৎকার করতে থাকে বাড়ির ওই পোষা কুকুরটি। সে সময় কুকুরের চিৎকার শুনে নিরাপদেই বাড়ি থেকে বেরিয়ে আসে সবাই। কিন্তু শেষ পর্যন্ত প্রচন্ড শব্দে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে জীবন্ত দগ্ধ হয়ে মৃতু্য হয় ওই কুকুরটির। সংবাদসূত্র : এনডিটিভি গোসলে অনীহা স্বামীর বিচ্ছেদ চান স্ত্রী যাযাদি ডেস্ক গোসল না করার অভিযোগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স) চেয়েছেন স্ত্রী। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে। বিচ্ছেদ চাওয়ার কারণ হিসেবে ওই নারী আদালতে অভিযোগ করেন, সপ্তাহে একদিন গোসল করেন তার স্বামী। ভালো করে দাড়ি কামান না। দুর্গন্ধে বাড়িতে জীবন-যাপন মুশকিল হয়ে পড়েছে। স্ত্রীর এমন অভিযোগ শুনে বিচারক যতবারই তাকে সিদ্ধান্ত দিতে সময় নিতে বলেছেন, ততবারই ওই নারী একই কথা উচ্চারণ করেছেন, 'স্বামীর সঙ্গে সংসার করা মোটেই সম্ভব নয়; ডিভোর্স চাই।' ২০১৮ সালে বিয়ে হয়েছিল তাদের। পারিবারিকভাবেই সিন্ধি সম্প্রদায়ের ওই তরুণের (২৫) সঙ্গে ব্রাহ্মণ সম্প্রদায়ের তরুণীর (২২) বিয়ে হয়। সংবাদসূত্র : এনডিটিভি