সাদ্দাম আমলের গণকবরের সন্ধান

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
একটি গণকবরের ছবি
ইরাকে প্রয়াত শাসক সাদ্দাম হোসেনের আমলের কুর্দিদের একটি গণকবরের সন্ধান মিলেছে। তিন দশক আগে যাদের হত্যা করেছিল সাদ্দামের বাহিনী। সামোয়া নগরীর প্রায় ১৭০ কিলোমিটার পশ্চিমে গণকবরটি খুঁজে পাওয়া যায়। কবরটিতে কয়েক ডজন কুর্দির দেহাবশেষ আছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট বারহাম সালিহর কার্যালয়। সাদ্দামের আনফাল অভিযানের সময় এ কুর্দিরা নিহত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ১৯৮০-এর দশকে সাদ্দামের বাথ পার্টির সরকার একের পর এক দেশের উত্তরাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে এ অভিযান চালায়। কুর্দিদের পাশাপাশি এ অভিযানে বিনাশ করা হয় সংখ্যালঘু কিছু সম্প্রদায়কেও। নিহত হয়েছিল ১ লাখ ৮০ হাজার মানুষ। কুর্দিরা তার শাসন মেনে না নিতে চাওয়াতেই তাদেরকে খুন করা হয়। সামোয়ায় নিয়ে গিয়ে কবর দেয়া হয় তাদেরকে। সংবাদসূত্র : বিবিসি