ফিলিস্তিনে ফের ইসরাইলি ধরপাকড়, গ্রেপ্তার ১০

প্রকাশ | ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ফিলিস্তিনের পশ্চিম তীরে ফের ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। রোববার রাতের এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। দখলদার বাহিনীর দাবি, ইসরাইলের সঙ্গে শত্রম্নতামূলক কর্মকান্ডে জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে কথিত এসব শত্রম্নতামূলক কর্মকান্ডের বিস্তারিত জানানো হয়নি। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ধরপাকড় নতুন নয়। ধরপাকড়ের এ তালিকায় বাদ নেই নারী ও শিশুরাও। এ মাসের গোড়ার দিকে ফিলিস্তিনি প্রিজনার্স অ্যাসোসিয়েশন নামে একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, ২০১৫ সাল থেকে কমপক্ষে ৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল। আটককৃত শিশুদের ৯৮ শতাংশই বন্দি অবস্থায় শারিরীক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছে। প্রথমে গুলি করে আহত করার পর শত শত ফিলিস্তিনি শিশুকে আটক করে ইসরাইলি বাহিনী। রামালস্নাভিত্তিক কারাবন্দি বিষয়ক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কমিটির তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলের কারাগারে বন্দি রয়েছেন প্রায় পাঁচ হাজার ৭০০ ফিলিস্তিনি। এদের মধ্যে ৪৮ নারী ও ২৫৯ শিশু রয়েছে। সংবাদসূত্র : রয়টার্স