ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে নতুন আইন

প্রকাশ | ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
পবিত্র ওমরাহ পালনের জন্য ভিসাসংক্রান্ত নতুন আইন জারি করেছে সৌদি আরব। এ আইন অনুযায়ী ভিসা অনুমোদনের দিন থেকে এর মেয়াদ থাকবে তিন মাস। এতদিন ওমরাহ ভিসা থাকা ব্যক্তিদের সৌদি আরবে প্রবেশের দিন থেকে ভিসার মেয়াদ গণনা শুরু হতো। সে সময়ও ভিসার মেয়াদ তিন মাসই ছিল। আসন্ন পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় নতুন এ আইন জারি করে। গত রোববার সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলেছে, ওমরাহ ভিসায় কেউ সৌদি আরবে গেলে শুধু ওমরাহ পালন ও অন্য ধর্মীয় আচার পালন করা যাবে।