সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরাইলকে জানিয়েছে রাশিয়া

প্রকাশ | ২০ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরান সংঘাত বাড়াতে চায় না। ইসরাইলকে এ বিষয়টি জানিয়েছে রাশিয়া। শুক্রবার এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তথ্যসূত্র : এপি সরাসরি প্রচাচিত এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, রুশ কর্মকর্তারা ইরান ও ইসরাইলের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইরানে ইসরাইলি ড্রোন হামলার পর তিনি বলেছেন, 'আমরা এসব কথোপকথনে স্পষ্ট করেছি এবং ইসরাইলিদের বার্তা পৌঁছে দিয়েছি যে, ইরান সংঘাত বাড়াতে চায় না।' তিনি বলেন, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও একটি কূটনৈতিক মিশনে হামলার জবাব না দিয়ে উপায় ছিল না ইরানের। কিন্তু তারা সংঘাতের তীব্রতা বাড়াতে চায় না। এদিকে তুরস্ক সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে। শুক্রবার এ বিষয়ে উদ্বেগ জানিয়ে দেশটি বলেছে, চলমান উত্তেজনা বৃহত্তর সংঘাতে গড়াতে পারে। ইরানে ইসরাইলের হামলার পর উভয় দেশকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে, চলমান উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে। দামেস্কে ইরানি দূতাবাসে ইসরাইলের বেআইনি হামলার মাধ্যমে এ উত্তেজনার সূচনা হয়েছে।