ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট নিক্ষেপ

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ইরাকের উত্তরাঞ্চলীয় একটি শহর থেকে প্রতিবেশী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া হয়েছে। রোববার এসব হামলা চালানো হয়েছে বলে ইরাকের দুই নিরাপত্তা কর্মকর্তা ও মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন। তারা বলেছেন, সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে কমপক্ষে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। চলতি বছরের ফেব্রম্নয়ারির পর ইরাক থেকে প্রতিবেশী দেশ সিরিয়ায় এটিই মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম কোনো হামলা। তথ্যসূত্র : রয়টার্স ইরাকি দুই নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, রোববার ইরাকের জুম্মার শহর থেকে উত্তর-পূর্ব সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে। এই হামলা এমন এক সময় হলো, যখন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি আমেরিকা সফর থেকে একদিন আগেই ফিরে এসেছেন। আমেরিকা সফরের সময় তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকও করেছিলেন। এদিকে, ইরাকি নিরাপত্তা বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে এবং এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া অপরাধীদের খোঁজ শুরু করেছে বলে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন।