ভারতে ঝড়-বৃষ্টিতে ২৫ জনের মৃতু্য

প্রকাশ | ১৮ এপ্রিল ২০১৯, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মনিপুরসহ কয়েকটি স্থানে আগাম বৃষ্টি ও অসময়ের ধূলিঝড়ে অন্তত ২৫ জনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার ধূলিঝড় ও বজ্রপাতে গুজরাটে ১০ জন, মধ্যপ্রদেশে ১০ জন এবং রাজস্থানে পাঁচ জন নিহত হন। সংবাদসূত্র : এনডিটিভি গুজরাট সরকারের ত্রাণ বিভাগের পরিচালক জি বি মঙ্গলপারা বলেন, 'উত্তর গুজরাটে যাদের মৃতু্য হয়েছে তাদের অধিকাংশই বজ্রপাতে ও গাছ থেকে পড়ে নিহত হয়েছেন।' ধূলিঝড়ের সময় উত্তর গুজরাটের হিমান্তনগর শহরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক জনসভার প্যান্ডেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। রাজস্থানের ঝালাওয়াদ ও বারান জেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃতু্য হয়েছে। এসব মৃতু্যতে গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্তৃপক্ষ গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়া হবে বলে এক টুইটে জানিয়েছেন তিনি। নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মনিপুরে ব্যাপক বৃষ্টিপাত হলেও সেখানে কারো মৃতু্য হয়েছে কি না সে বিষয় প্রকাশিত প্রতিবেদনে কিছু বলা হয়নি।